#BAR 1: অলসতার বিরুদ্ধে যুদ্ধ বুক রিভিউ

অলসতার বিরুদ্ধে যুদ্ধ বুক রিভিউঃ অলসতার বিরুদ্ধে যুদ্ধ বুক রিভিউ: অলসতা এমন জিনিস যা থেকে আমরা কেউ মুক্ত নই। প্রতীটি মানুষি এই বৃতের মাঝে আটকে পড়ে আছে। একটা ডাহা সত্যি কথা হল বিশেষ করে মুসলমানরাই এই জালে খুব খারাপভাবে জড়িয়ে পরেছে।   

আর এই কারণেই আমরা এতো হতাশ এবং পিছিয়ে পরা মানুষের কাতারে এসে দাঁড়িয়ে গেছি। আজ অন্যান্য জাতীরা আমাদের শাসন করছে আর তাঁর সবচেয়ে বড় কারণ হল আমাদের অলসতা।   

Website: www.banglaamader.com

YouTube: https://youtu.be/vsA1tc_s_JY

আপনি কি দেখেছে কোনো অলস মানুষ জীবনে বড় বা সফল হইয়েছে?  না হয় নি এবং হতে পারবেও না। কোনো অলস মানুষ বা জাতী কোনো সময়ই সামনে এগিয়ে যেতে পারে না যতক্ষণ না তারা এইটা নিয়ে কাজ করবে এবং অলসতার ফাঁদ থেকে বেড়িয়ে আসবে।   

আর মুসলিমদের আল্লাহ্‌র সাহায্য এবং ইসলামিক নিয়ম অনুযায়ী এই অলসতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর এর জন্য অবশ্যই আপনার এইটা গাইড লাইন দরকার, আপনার গাইড লাইন জন্য ” অলসতার বিরুদ্ধে যুদ্ধ” বইটা হতে পারে এটা ওষুদের মত।  বইটিতে মোট ১০ উপদেশ এর কথা বলা হয়েছে। 

সেই উপদেশগুলো সত্যি করে বললে এক একটা স্বনের খনির মত মনে হবে যুদি আপনি মনোযোগ দিয়ে বইটা পড়েন এবং এই অনুযায়ী কাজ করেন।

--- Send in a voice message: https://anchor.fm/banglaamader/message Support this podcast: https://anchor.fm/banglaamader/support

2356 232