এক অদ্ভুত টানাপোড়েনের গল্প।পরেশ।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।Bengali Audio Story

সৎ চরিত্র নিষ্ঠাবান গুরুচরণ কে শ্রীকুঞ্জপুর গ্রামের সকলেই শ্রদ্ধা করত।গ্রামের মধ্যে যে কোনো ঝামেলার নিষ্পত্তি করতে তার কথাই হতো শেষ কথা;কিন্তু বিপত্নীক গুরুচরণ নিজের একমাত্র ছেলে বিমল কে ভালো মানুষ করে গড়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন,তাই তার সমস্ত স্নেহ ভালোবাসা গিয়ে পড়েছিলো ছোট ভাইয়ের ছেলে পরেশের ওপর....ছোট ভাই হরিচরণ মেজো ভাইয়ের বিধবা স্ত্রী কে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি নিয়ে নিতে চাইলে গুরুচরণ তার প্রতিবাদ করেন।তার অটুট বিশ্বাস ছিল যে তার শিক্ষায় শিক্ষিত পরেশ নিজের বাবার এই জঘন্য কাজ কে সমর্থন করবে না...পরেশের প্রতি গুরুচরণের এই অটুট বিশ্বাস কী শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি সেও তার বাবা কেই সমর্থন করবে....?জানতে হলে শোনো আজকের গল্প পরেশগল্প কেমন লাগছে তা অবশ্যই comment করো আর Follow কর আমাদের channel কে Thanks for listening ....For Feedback and Business enquiry email us at our official email id babonsamirdas@gmail.com

2356 232