Melbourne working mother for childcare subsidy on individual needs - "চাইল্ড কেয়ার সাবসিডির পরিমান পরিবারগুলোর প্রয়োজনের ওপর নির্ধারিত হওয়া উচিত"
In many families of Bangladeshi community both parents work. Then one of the things they have to worry about most is caring for the kids during work hours. It is expensive enough to keep children in the childcare facility. Many depend on the childcare subsidy provided by the government for this. Early Childhood Educator Mrs Asma Huda speaks to SBS Bangla about how this subsidy is working for them. - বাংলাদেশী কমুনিটির অনেক বাবা-মা দুজনেই কাজ করে থাকেন। তখন যে বিষয় টি নিয়ে তাদের বেশি ভাবতে হয় তাহলো কাজের সময়টাতে বাচ্চাদের দেখাশোনা করা। শিশুদের চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিতে রাখা যথেষ্ট ব্যয়বহুল। অনেকেই এজন্য সরকারের দেয়া চাইল্ড কেয়ার সাবসিডির ওপর নির্ভরশীল।এ সাবসিডি তাদের কিভাবে সাহায্য করছে তা নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন আর্লি চাইল্ডহুড এডুকেটর মিসেস আসমা হুদা।