We should take part in mainstream politics in Australia - সুযোগ থাকলে আমাদের মূল ধারার রাজনীতিতে আসা উচিত
Is this okay to take part in Bangladeshi politics while you are living in Australia? Why should Bangladeshi Australians join the mainstream politics in Australia? Public health expert Dr Abul Hasnat Milton talks to SBS Bangla. - ‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত? অন্যদিকে, বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়ার লেবার দলের সক্রিয় সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবুল হাসনাত মিল্টন।