South Asian Film, Arts and Literature Festival held in Sydney - সিডনিতে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক উৎসব ‘সাফাল ফেস্ট’ অনুষ্ঠিত
South Asian Film, Arts and Literature (SAFAL) Festival is organised by the Australian South Asia Forum (ASAF) Inc. It was started on the 3rd of August and will be ended by 11 August. This annual event celebrating the rich and diverse arts and culture of the South Asian region comprising the nations of Afghanistan, Bangladesh, Bhutan, India, Maldives, Nepal, Sri Lanka and Pakistan. - সিডনিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সাউথ এশিয়ান ফিল্ম, আর্ট ও লিটারেচার নিয়ে উৎসব সাফাল ফেস্ট। গত ৩ আগস্ট এটি শুরু হয় এবং ৪ তারিখেও অনুষ্ঠান চলে। আগামী ১০ আগস্টেও এটি চলবে এবং শেষ হবে ১১ আগস্ট।