SHUBASHYA SHIGHRAM ।PART 3 ।BENGALI CLASSIC AUDIO STORY।
কবি রাজ কৃষ্ণকান্ত ছেলে ভূতনাথ কে আয়ুর্বেদ শাস্ত্র সেখাচ্ছিলেন কিন্তু ছেলের সেদিকে মন নেই কিন্তু কৃষ্ণকান্ত ছেলে কে কবিরাজ বানাবেনই ।কারণ কবিরাজ হলে বিয়ের বাজারে ভালো পণ আদায় করা যায় মেয়ের বাবাদের কাছ থেকে । সাতশ টাকা পণ নিয়ে কৃষ্ণকান্ত ছেলের বিয়ে দিলেন কিন্তু কিছু দিনের মধ্যেই কৃষ্ণকান্তকৃষ্ণকান্তের বউমা মারা গেলো।কিন্তু এই মৃত্যু কি স্বাভাবিক?