S4E5 | 3:104 - 108 | সে দিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে

 S4E5 | 3:104 - 108 | সে দিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে

তোমাদের মধ্যে এমন একটা দল হোক, যারা কল্যাণের দিকে আহবান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ হতে নিষেধ করে আর এরাই সফলকাম। তোমরা সেই লোকদের মত হয়ে যেয়ো না যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন পৌঁছার পরে বিভক্ত হয়েছে ও মতভেদ করেছে এবং এ শ্রেণীর লোকেদের জন্য আছে মহা শাস্তি। সে দিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে, যাদের মুখ কালো হবে, (তাদেরকে বলা হবে), তোমরা কি ঈমান আনার পরও কুফরী করেছিলে? কাজেই নিজেদের কুফরীর জন্য শাস্তি ভোগ করতে থাক। যাদের মুখ উজ্জ্বল হবে, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা তাতে চিরকাল থাকবে। এসব আল্লাহর আয়াত, যা ঠিকভাবে আমি তোমাকে পড়ে শুনাচ্ছি এবং আল্লাহ বিশ্বজগতের প্রতি যুলম করতে চান না।

2356 232

Suggested Podcasts

Brian Bain | Learn to invest | Seeking Alpha | Barrons | Kiplinger | WSJ |

Harvard Health Publishing

Burning Mountain

Lissa Druss a Thom Serafin

NBC Sports Boston

Marisol Rosario

network@radiolingua.com

Sunshine Andy