S3E76 | 3: 81- 83 | রা কি আল্লাহর দ্বীন ছাড়া অন্য দ্বীনের সন্ধান করছে?

 (স্মরণ কর) যখন আল্লাহ নাবীদের নিকট হতে এ অঙ্গীকার নিয়েছিলেন যে, আমি তোমাদেরকে কিতাব এবং জ্ঞান যা কিছু প্রদান করেছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক কোন রসূল যখন তোমাদের নিকট আসবে, তখন অবশ্য তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমরা অঙ্গীকার করলে তো? এবং যে বিষয়ে আমি তোমাদের নিকট হতে অঙ্গীকার নিলাম, তোমরা তা মানলে তো?’ তারা বলল, ‘আমরা অঙ্গীকার করলাম’। আল্লাহ বললেন, ‘তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম’।

অতঃপর যারা মুখ ফিরিয়ে নিবে তারাই হল ফাসেক। এরা কি আল্লাহর দ্বীন ছাড়া অন্য দ্বীনের সন্ধান করছে? অথচ আসমান ও যমীনে যা আছে সবই ইচ্ছেয় ও অনিচ্ছেয় তাঁরই কাছে আত্মসমর্পণ করেছে এবং তাঁরই দিকে সকলের প্রত্যাবর্তন।

2356 232

Suggested Podcasts

Catherine and Donald Wygal

Angel Donovan talks with Robert Greene, Geoffrey Miller, Mark Manson, Adam Lyons, John Gray, Robert Glover, David Wygant, Zan Perrion, Paul Janka and more on dating advice, sex and relationships, pick

Mandi Kaye and Matthew

The Ohio Society of CPAs

Syed Asrar

Ravi Mishra

Daisy Verma