"Rohingya refugees do not have environment to return home" - "রোহিংগা শরণার্থীদের নিজ বাসভূমে ফিরে যাবার পরিবেশ তৈরি হয়নি"
Amid recurring military crackdowns and atrocities devastated Rohingya people fled from Myanmar in significant numbers to neighbouring Bangladesh. Two years on, diplomatic efforts have failed so far to send Rohingya people back to their land. As some refugees opted to drug business as well as deadly assault towards locals which left them frustrated and angered, a complex situation is prevailing in that region. Bangladeshi-Australian and academics Mr Salahuddin Ahmed of Dept of environment, land, water and planning, Victoria State Government and Mr Mohshin Habib, Lecturer Dept. of Strategy, International business and Etrepreneurship of Swinburn University have been working on Rohingya issues for several years. They speak to SBS Bangla regarding this situation.
-বারবার সামরিক অভিযান এবং নৃশংসতার মধ্যে রোহিঙ্গারা প্রতিবেশী বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যায় মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল। দু'বছর পরেও রোহিঙ্গা জনগণকে তাদের দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে। ভিক্টোরিয়া রাজ্য সরকারে কর্মরত জনাব সালাহউদ্দিন আহমেদ, এবং সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মহসীন হাবিব বেশ কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যুতে কাজ করছেন। তারা এই পরিস্থিতি নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেন।