We need to learn the Australian political system institutionally - অস্ট্রেলিয়ার রাজনৈতিক ব্যবস্থাটা প্রাতিষ্ঠানিকভাবে শিখতে হবে
Is this okay to take part in Bangladeshi politics while you are living in Australia? Why should Bangladeshi Australians join the mainstream politics in Australia? SBS Bangla talked to Councillor Mohammad Nazmul Huda from the Canterbury-Bankstown city council.
-‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত? অন্যদিকে, বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন কেন্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা।