বৃষ্টির দিনে কাব্য ঠিক তত ক্ষন পর্যন্তই আসে যখন ক্ষন না আপনাকে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। কিন্তু এমন একটা ঘ্যানঘ্যানে দিনের শেষে আপনার শহর যদি আপনাকে উপহার দেয় দারুন কিছু মুহূর্ত, তাহলে কেমন লাগবে আপনার! আজকের এই পর্বে আমরা আড্ডা মারবো এমনই একটা ঘটনা নিয়ে।