কুলির কাজ করেও হয়ে উঠেছেন একজন IPS OFFICER
আজকের দিনে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে একপ্রকার নাভিশ্বাস উঠছে নব প্রজন্মের। নব প্রজন্মের কাছে জীবন একটি জটিল ধাঁধার মত হয়ে উঠেছে। কিন্তু আজ আমরা যার কথা বলবো তার জীবন কাহিনী আজকের প্রজন্মকে অনেকটাই অনুপ্রানিত করবে।আজ আমরা কথা বলবো কেরলের বাসিন্দা শ্রীনাথ কে নিয়ে। কেরিয়ার সর্বস্ব জীবনে তিনি কুলির কাজ করেও হয়ে উঠেছেন একজন IPS OFFICERStoryteller : Atanu GhoshAudio Design and Edit : Soumodeep Sikde!