ভারতবর্ষের শতাব্দী প্রাচীন দুটি ঐতিহাসিক স্থান
আমরা এতদিন কথা বলেছি কলকাতা শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান গুলিকে নিয়ে কিন্তু আজ আমরা কথা বলবো ভারতবর্ষের দুটি অতি প্রাচীন ঐতিহাসিক স্থান কে নিয়ে। আমরা সকলে জানি ভারতবর্ষের বিভিন্ন কোনায় রয়েছে ইতিহাসের সুগন্ধ। যারা ঘুরতে ভালবাসেন অথবা ঘুরে বেড়ানো যাদের কাছে নেশার মত তারা অবশ্যই এই সুগন্ধ পেয়েছেন। Storyteller : Atanu GhoshAudio Design and Edit : Soumodeep Sikder