সে কী রক্ত মাংসের মানুষ নাকি প্রেতাত্মা! সর্বনাশিনী (18+)। Panchkori Dey।Bengali Horror Audio Story

শিলিগুড়ি থেকে হেঁটে দার্জিলিং যাওয়ার পথে, পাহাড় থেকে পা পিছলে পড়ে যান লেখক ,তার বন্ধু প্রবোধ, পথপ্রদর্শক থম্বি সেনা এবং কুলিরা। গড়াতে গড়াতে তাঁরা একটা কাঠের তৈরি বাড়ির সামনে গিয়ে আটকে যান।এই নির্জন বাড়িতে কোনো রকমে আলো নিয়ে একটু আশ্রয়ের খোঁজে ঢুকতে গিয়ে এক অদ্ভুত আচরণ করে থম্বি সেনা। প্রচণ্ড ভয়ে বিকট চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় থম্বি সেনা। হতভম্ব লেখক এবং তার বন্ধু প্রবোধ এরপর সেই বাড়ির ভিতরে ঢুকে খুঁজে পান সেই বাড়িতে বহু বছর আগে বসবাসকারী এক বাঙালি ভদ্র লোকের লেখা কয়েকটি চিঠি। এই চিঠিগুলো পড়ে বুকের রক্ত হিম হয়ে যায় তাদের ।কী লেখা ছিল সেই চিঠিগুলোতে যা পড়ে বুকের রক্ত হিম হয়ে যায় তাদের??জানতে হলে শুনুন বাংলার এক মাত্র Audio Story Station STORY NIGHTS with Babon আজকের নিবেদন লেখক পাঁচকড়ি দে রচিত গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প সর্বনাশিনী। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।STORY NIGHTS with Babon presents Classic Horror Special Story Sorbonashini written by Panchkori Dey...Listen। Like। Comments।Share and Don't forget to Follow or Subscribe Our channelFor Feedback and Business enquiry email us at our official email id babonsamirdas@gmail.comThanks for listening .......

2356 232