আমার "আমি" । Keep Fighting | Life-Hacks | PlanetDB
আমার "আমি" । Keep Fighting | Life-Hacks | PlanetDB আমার "আমি" । Keep Fighting | Life-Hacks | PlanetDB আমার মতন "আমি" ক্ষুধার্ত তৃষ্ণার্ত ও কিছুটা শ্বাসরুদ্ধ আমি একটা কঠিন পাথরের চাঁই-এর সামনে দাঁড়িয়ে আছি । আমি জানি ওই পাথরের ঠিক ওপারে আছে একটা জলাশয় । যেখানে নির্মল শুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার আশা আছে । আছে আমার স্বপ্ন পূরণের পিপাসা মেটানোর সুযোগ । সেই জলাশয়ে আমার লক্ষ্য ভেসে আছে শ্বেতহংস রূপে । কিন্তু সবটাই ওই পাথরের আড়ালে । আমার পরিশ্রম আর অধ্যবসায়ের কুঠারাঘাতে আমি ওই পাথরের দেওয়ালে আঘাত করে যাচ্ছি । ঘাম ঝরছে, কখনো ঝরছে ছিটকে আসা পাথরকুচির আঘাতে রক্ত । আমার নজর ঘামে নয়, রক্তে নয় । বরং ওই পাথরকুচির ছিটকে আসাটা আমায় আশা দেখাচ্ছে ওই পাথরের গায়ে একটা সম্ভাব্য ফাটলের । একটা ক্ষতস্থান করতে পেরেছি ওই পাথরের গায়ে । এবার সেখানেই ক্রমাগত আঘাত করে যাওয়ার পালা । একদিন ওই পাথরের ক্ষত থেকে ফাটল চিরে বেড়িয়ে ওই স্বপ্নপূরণের জলাশয়ে ডুব দেবো । পিপাসা মেটাবো আর রসদ নেব পরের পাথরের সাথে যুদ্ধ করতে । পাথর থেকে পাহাড় হয়ে শিখরের পথে আমার পথ চলা । আমার ঘাম, রক্ত বিন্দুর সমষ্টিকে হার মানাবে আমার খিদে, আমার জেদ । এই "আমি" আমার "আমি"। এই "আমি" হোক তোমার "আমি" । এই "আমি" হোক সবার "আমি" । #lifehacks #lifequotes #PlanetDB Official Website :https://www.planetdb.online/podcast Facebook : https://www.facebook.com/durbadalb/ Twitter : https://twitter.com/durbadalbiswas Instagram : https://www.instagram.com/imdurbadal/ LISTEN | SHARE | SUBSCRIBE