কোরোনা উপকথা

কোরোনা উপকথা এই গোটা পৃথিবী কোরোনা আতঙ্কে ভুগছে । আতঙ্ক যেমন মহামারী । আতঙ্ক তেমনই মহামারী পরবর্তী অর্থনৈতিক সংকটের আশঙ্কা । এই মুহূর্তে পৃথিবীর স্বাস্থ্য তলানিতে ঠেকেছে । গোটা পৃথিবীটাই যেন অভিশাপের চাদরে আপাদমস্তক জড়িয়ে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মরতে বসেছে । জানিনা প্রকৃতির এ কোন লীলাখেলা । হয়তো ভারসাম্য রক্ষার্থে এই প্রকৃতি এখন দুর্দম্য অহংকারী মানবজাতিকে শাস্তি দিয়ে এক শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করতে চায় । এই পৃথিবীর যে সমস্ত দেশ অর্থ ও ক্ষমতার অহংকারে এই ধরাকে সরা জ্ঞান করেছিল, তারা আজ নিতান্তই নতজানু । এই অভিশাপ শুধুমাত্র ভাইরাল রোগে প্রাণহানি ঘটিয়ে থেমে থাকছে না । আরো ঘনিয়ে আসছে কোরোনা পরবর্তী অর্থনৈতিক দুর্যোগের কালো মেঘ । সূত্র Oxfam International , Britain এই পৃথিবীতে দারিদ্র্য আরো চরম আকার ধারণ করতে চলেছে । যে সমস্ত দেশগুলি অর্থনৈতিক ভিত্তির জন্য অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে থাকে তাদের অবস্থা খুবই সংকটজনক হতে চলেছে । উদাহরণ হিসেবে সাব-সাহারা আফ্রিকার দেশগুলো এবং পূর্ব এশিয়াকে তুলে ধরা হয়েছে । বিশেষজ্ঞদের মতে এই পৃথিবী তার দারিদ্র্যতা পরিসংখ্যানে এক দশক পিছিয়ে যেতে পারে । এই পিছিয়ে যাওয়া আবার কোন কোন দেশের ক্ষেত্রে 30 বছরেরও বেশি । সূত্র International Labor organisation, United States of America এই গবেষণায় বলা হয়েছে ভারতবর্ষে 40 কোটি মানুষের কর্মসংস্থান বিপন্ন হতে পারে । এছাড়াও স্থায়ী চাকরিতে কাজ করেন এমন 19.5 কোটি মানুষের কর্মহানি হতে পারে । সূত্র International monetary fund and World Bank এদের মতে সারা পৃথিবী জুড়ে মানুষের রোজগারের ক্ষমতা 20% সংকুচিত হতে পারে । চরম দারিদ্র্য সীমা অতিক্রম করতে পারে সমগ্র বিশ্ববাসীর অর্ধেক জনসংখ্যা । দিনপ্রতি 5.5 ডলার এর নিচে রোজগার হতে পারে এমন মানুষের সংখ্যা 4 বিলিয়ন এর কাছাকাছি পৌঁছাতে পারে । সমস্ত কিছুই করতে পারে যদি না কোনো শক্তিশালী অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হয় । সূত্র King College of London and Australian National University বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলি যদি এই মুহূর্তে 2.5 Trillion ডলার অর্থনৈতিক সাহায্য প্রস্তুত না রাখে তাহলে এই পৃথিবী চরমতম দারিদ্র্যের অন্ধকারে ডুবে যেতে বাধ্য । ইতিমধ্যেই বিগত 21 দিনে world economic trajectory পড়ে গিয়েছে প্রায় 20 শতাংশ । যদিও এই মুহূর্তে অর্থনৈতিক নয় জীবন রক্ষা টাই সবথেকে বড় লক্ষ্য । সমস্ত দেশ এবং বিশ্ববাসীকে একত্রিত ভাবে সতর্ক ও সচেতন থেকে লড়াই করে এই অভিশাপের হাত থেকে মুক্তি লাভ করতে হবে । কারণ জীবন রক্ষার এই মহা সংগ্রামের ওপারে আরো এক কঠিন লড়াই অপেক্ষা করে আছে ।

2356 232

Suggested Podcasts

The New York Times

Desde el VAR

Steven Moe

Sean Hannity

Goop, Inc. and Audacy

Rehoboth Social podcast network

Jayanta Kumar