New Year New Resolution
২০১৯ হয়ে গেল ২০২০ । নতুন বছরে নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, নতুন অঙ্গীকার । সবাই দিন বদলের আশায় বুক বাঁধবে । কিন্তু সত্যি বলতে কি, চিন্তা ভাবনা আর মানসিকতার উন্নতি নাহলে এই Happy New year শুধুই সংখ্যার পরিবর্তন মাত্র । আমি চাই, ঈশ্বর বা প্রকৃতি শুধু নয়, আমরা আমাদের নিজেদের বাইরে অন্যের দিকে মুখ তুলে তাকাই । পাশের বাড়ির আগুন-এর দৃশ্য জানলা আটকে উপেক্ষা করে, আসলে আমরা সেই আগুনে নিজের পুড়ে মরার রাস্তা তৈরি করি । এই অপদার্থ স্বার্থপরতা থেকে মুক্তি চাই এই নতুন বছরে । www.planetdb.online/blog