ছোট গল্প। ব্যবধান। রবীন্দ্রনাথ ঠাকুর। Byabodhan by Rabindranath TAgore
আমার নতুন পর্ব ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যাবধানছোটো প্রাণ, ছোটো ব্যথা, ছোটো ছোটো দুঃখকথানিতান্ত সহজ সরল,সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসিতারি দু-চারটি অশ্রু জল।নাহি বর্ণনার ছটা,ঘটনার ঘনঘটা,নাহি তত্ত্ব নাহি উপদেশ।অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবেশেষ হয়ে হইল না শেষ।জগতের শত শত অসমাপ্ত কথা যত,অকালের বিচ্ছিন্ন মুকুল,অকালের জীবনগুলো, অখ্যাত কীর্তির ধুলা,কত ভাব, কত ভয় ভুল-ছোটগল্পে জীবনের সামগ্রিক দিকটি উপন্যাসের মতো বিস্তারিতভাবে বর্ণিত না হয়ে বরং এর খণ্ডাংশকে পরিবেশিত হয়। এজন্য ছোটগল্প যথাসম্ভব বাহুল্যবর্জিত, রসঘন ও নিবিড় হয়ে থাকে। সংগত কারণেই এতে পাত্রপাত্রী বা চরিত্রের সংখ্যা খুবই সীমিত হয়। ছোটগল্পের প্রারম্ভ ও প্রাক্কাল সাধারণৎ খানিকটা নাটকীয় হয়।#ব্যাবধান #রবীন্দ্রনাথ_ঠাকুর #Byabodhan by Rabindranath TAgoreByabodhan is a Bengali book which is written by Rabindranath Tagore#Short_Storiesbengali chat room#বাংলার_আড্ডাখানা