Hanabarir Khide

গল্পের ভূতেরা মাঝেমধ্যে বেশ ভয়ঙ্কর হয়৷সকলে সমানভাবে ভয় পায় না বটে, কিন্তু ভয়ের অনুভূতিটা বা রোমাঞ্চটা পাঠকদের বেশ প্রিয়। আর সেই ভয়টা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গল্পে খুঁজে পায়৷তবে এ'কথা মানতেই হবে ভূতের গল্পের পাঠক কিছু কম নয়! তেমনই দুই বন্ধু একটি ভূতের গল্প পড়ছিল৷ পড়তে পড়তে তাদের মধ্যে ভূতের অস্তিত্ব নিয়ে আলাপ আলোচনা শুরু হয়৷ আর সন্দেহ নিরসনের উপায় হিসেবে তারা বেছে নেয় কাছাকাছির মধ্যে থাকা একটি হানাবাড়িকে। সেই পোড়োবাড়িটিতে অভিযানে গিয়ে তারা কি সত্যিই ভূত দেখতে পেল? নাকি তাদের মনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচল কেটে গেল?

2356 232

Suggested Podcasts