Kolkatar Hanabari উল্টোডাঙার জমিদারবাড়ি
ব্যস্ত,চঞ্চল শহর কলকাতার বুকে হানাবাড়ির উপস্থিতি অস্বাভাবিক নয় অবশ্য। কারণ একটা সময় ছিল যখন সমগ্র বাংলাতে চলত জমিদারি শাসন। তাদের মধ্যে বেশিরভাগ জমিদারই ছিল স্বৈরাচারী এবং অত্যাচারী। তাদের অত্যাচারের ইতিহাস প্রায় সকলেরই জানা। কিন্তু কিছু কিছু অজানা অলৌকিক সত্য জমিদারদের ভগ্নস্তূপে এখনও লুকিয়ে রয়েছে। সেরকমই একটি জমিদার বাড়ি হলো “উল্টোডাঙার জমিদার-কুঠি”।