bhoot ki
ভুত-প্রেতের কাহিনী তো আপনি নিশ্চয় শুনেছেন। কিন্তু ভূত-প্রেতের অস্তিত্ব কি আদতেও হয়ে থাকে? আপনি যখন রাত্রে একা কোথাও হেঁটে যান তখন কি আপনার মনে হয় যে কেউ আপনাকে ফলো করছে, বা কেউ আপনাকে দেখছে? এই সব ভুত-প্রেতের ব্যাপারে বিজ্ঞান কি বলছে আজ আমরা সেই বিষয়েই আলোচনা করব। ভূত কি সত্যি হয়ে থাকে, নাকি এটি আমাদের অবচেতন মনে কল্পনা মাত্র।check out my latest episode!